স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৮ ২০:০৭

রিয়ালের বড় হার

সান্তিয়াগো সোলারি দায়িত্ব নেওয়ার পর উড়তে থাকা রিয়াল মাদ্রিদ এবার হার দেখল। এইবারের মাঠে ৩-০ গোলে হারল লা লিগার সফলতম ক্লাবটি। এবারের লিগে রিয়ালের এটি পঞ্চম পরাজয়।

ষোড়শ মিনিটে এগিয়ে যায় এইবার। কিকের শট গোলরক্ষক থিবো কোর্তোয়া রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ছুটে এসে দানি সেবাইয়োস ক্লিয়ার করতে গেলে বল আর্জেন্টাইন মিডফিল্ডার গনসালো এসকালান্তের পায়ে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে ম্যাচের লাগাম টেনে নেয় স্বাগতিকরা।

৫২তম মিনিটে রিয়াল ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলার পা থেকে বল কেড়ে মার্ক কুকুরেইয়া বাড়ান ডান দিকে। আর ফাঁকায় বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানায় পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড সের্হি এনরিখ।

আর ৫৭তম মিনিটে অনায়াসে দলের তৃতীয় গোলটি করেন কিকে। বাঁ থেকে কুকুরেইয়া বাড়ানো বল এনরিখের পায়ে লাগার পর ছোট ডি-বক্সে পেয়ে আলতো টোকায় ফাঁকা জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড।

আপনার মন্তব্য

আলোচিত