স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৮ ১২:১৬

মুশফিকের বিকল্প লিটন!

মুশফিকুর রহিম আঙুলে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে তাঁর সম্ভাব্য বিকল্প হিসেবে ডাক পেয়েছেন লিটন দাস। বিসিএলের ম্যাচ খেলতে তিনি ছিলেন বগুড়ায়। সেখান থেকে জাতীয় দলের জন্য জরুরি তলব।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালেই ঢাকার বাসে উঠেছেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল থেকে শুরু দ্বিতীয় টেস্টেও দলে এখন আছেন তিনিও।

হঠাৎ করে লিটনকে দলে নেওয়ার কারণ কাল অনুশীলনে পাওয়া মুশফিকুর রহিমের ডান হাতের বুড়ো আঙুলের চোট।

বিসিবির নির্বাচক হাবিবুল বাশার জানান, ‘মুশফিকের সম্ভাব্য বিকল্প হিসেবেই দলে নেওয়া হয়েছে লিটনকে। ও আজ সকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।'

চোট পাওয়ার পর এক্স-রেতে মুশফিকের আঙুলের হাড়ে কোনো চিড় ধরা পড়েনি। তবে কাল রাতেও প্রচণ্ড ব্যথার কথা বলেছেন তিনি।

মুশফিক জানিয়েছেন, ব্যথা কতটা কমে তার ওপরই নির্ভর করছে দ্বিতীয় টেস্টে তার খেলা।

আপনার মন্তব্য

আলোচিত