ক্রীড়া প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০১৮ ১১:৫২

মাহমুদউল্লাহ-লিটনের ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৩৮৭ রান করে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ-লিটনের ৮৬ রানের জুটি বড় সংগ্রহের আশা দেখাচ্ছে বাংলাদেশকে।

মুশফিকের 'ব্যাকআপ' হিসেবে দলে ডাক পাওয়া লিটন দাস তুলে নিয়েছে তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৫৪ বলে ৫৩ রানে অপরাজিত আছেন তিনি। ৮টি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো তার ইনিংস।

আরেক প্রান্তে অবিচল আছেন 'সাইলেন্ট কিলার' মাহমুদউল্লাহ। ১২৯ বলে ৭৫ রানে অপরাজিত থেকে দলকে পাহাড়সম রানের দ্বারপ্রান্তে নেওয়ার চেষ্টায় সহ-অধিনায়ক। তান ইনিংসে ৫টি চারে সাজানো।

এর আগে ৬৯ রানে অবিচ্ছিন্ন থেকে কাল মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। এই জুটিকে ১১১ রানে নিয়ে থামলেন তাঁরা। দলকে তিনশ রানে নিয়ে ফিরে গেলেন সাকিব আল হাসান। কেমার রোচের বলে বাংলাদেশ অধিনায়ক ধরা পড়েছেন গালিতে। ৮০ রানে ফিরেছেন সাকিব। ১৩৯ বলে ৬ বাউন্ডারিতে সাজিয়েছেন তার ইনিংস।   


আপনার মন্তব্য

আলোচিত