ক্রীড়া প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫৭

মাহমুদউল্লাহর সেঞ্চুরি

সাদমান-সাকিবের ফিফটির পর মিরপুর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহের ভিত গড়েছে বাংলাদেশ।

ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করতে মাহমুদউল্লাহ খেলেছেন ২০৩ বল। চার মেরে শতকের ঘরে প্রবেশ করেন তিনি। তার ইনিংস সাজানো ৬টি বাউন্ডারিতে।

এর আগে সাকিবের সাথে ১১১ রান ও লিটনের সাথে ৯২ রানের দুটি মূল্যবান জুটি গড়েন তিনি।

দিনের প্রথম সেশনে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে দলকে তিনশ রানে নিয়ে ফিরে যান সাকিব আল হাসান। কেমার রোচের বলে বাংলাদেশ অধিনায়ক ধরা পড়েছেন গালিতে। ৮০ রানে ফিরেছেন সাকিব। ১৩৯ বলে ৬ বাউন্ডারিতে সাজিয়েছেন তার ইনিংস।

লাঞ্চের পর মাত্র ১ রান যোগ করে ৫৪ রান করে আউট হন লিটন দাস। এই রান করতে তিনি বল খরচ করেন ৬৪টি। অনেকটা ওয়ানডে স্টাইলে ৮টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে এ রান করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত