ক্রীড়া প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩৩

উইন্ডিজের সামনে রানের পাহাড়

মাহমুদউল্লাহর সেঞ্চুরি ও সাদমান-সাকিবের ফিফটিতে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে উইন্ডিজের সামনে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫০৮।

ক্যারিয়ারসেরা ১৩৬ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। ২৪২ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে এই রান সংগ্রহ করেন তিনি। ২০৩ বলে সেঞ্চুরি করলেও এরপরই যেন খোলস থেকে বেড় হলেন তিনি। সেঞ্চুরির পর ৪২ বলে ৩৩ রান আসে তার ব্যাট থেকে। এ সময়ই বাউন্ডারি হাকান ৪টি।

শেষ দিকে তাইজুল ও নাইমের সাথে যথাক্রমে ৫৬ ও ৩৬ রানের জুটি গড়ে বাংলাদেশের রান ৫০০ পার করেন লড়াকু মাহমুদউল্লাহ।

দিনের প্রথম সেশনে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে দলকে তিনশ রানে নিয়ে ফিরে যান সাকিব আল হাসান। কেমার রোচের বলে বাংলাদেশ অধিনায়ক ধরা পড়েছেন গালিতে। ৮০ রানে ফিরেছেন সাকিব। ১৩৯ বলে ৬ বাউন্ডারিতে সাজিয়েছেন তার ইনিংস।

লাঞ্চের পর মাত্র ১ রান যোগ করে ৫৪ রান করে আউট হন লিটন দাস। এই রান করতে তিনি বল খরচ করেন ৬৪টি। অনেকটা ওয়ানডে স্টাইলে ৮টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে এ রান করেন তিনি।

টেস্টের প্রথম দিনে অভিষিক্ত সাদমান ইসলাম ১৯৯ বলে করেন ৭৬ রান করে আউট হন। তার ইনিংস সাজানো ৬টি বাউন্ডারি দিয়ে।

আপনার মন্তব্য

আলোচিত