ক্রীড়া প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫৮

বাংলাদেশের লক্ষ্য ১৯৬ রান

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১৯৫ রানে বেধে রাখল বাংলাদেশ। রোববার ম্যাচ শুরুর আগে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভার শেষে সফরকারীরা ৯ উইকেট হারিয়ে তোলে ১৯৫ রান।

ম্যাচের শুরুতে দুই ওপেনার কাইরন পাওয়েল আর শাই হোপ মিলে বুঝে শুনেই শুরু করেছিলেন। কিন্তু অষ্টম ওভারের শেষ বলে দলীয় ২৯ রানের মাথায় সাকিব আল হাসানের বলে ফিরে যান কাইরন। বাম-হাতি এই ওপেনার রুবেল হোসেনের হাতে ক্যাচ দেয়ার আগে করেন ২৭ বলে ১০ রান।

শুরুটা সাকিব করলেও মাশরাফি ছিলেন দুর্দান্ত। ২০.৪ ওভারের সময় তামিমের দুর্দান্ত এক ক্যাচে ড্যারেন ব্রাভোকে ফেরান মাশরাফি বিন মুর্তজা। ৪৩ রান করা ওপেনার শাই হোপকেও ফেরান মাশরাফি। মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হোপ।

১০ ওভার বল করে মাশরাফি দিয়েছেন ৩০ রান, নিয়েছেন ৩ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ৩.০০ করে।

ক্যারিবীয়দের দলীয় ১১৯ রানের মাথায় রভম্যান পাওয়েলকে ফেরান টাইগার অধিনায়ক। ১৪ রান করা পাওয়েল ক্যাচ দেন লিটন দাসের হাতে।

মাশরাফি একা নন, তিন উইকেট নেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান। রোস্টন চেজ, কেমো পল আর দেবেন্দ্র বিষুর উইকেট নেন কাটার মাস্টার। মুস্তাফিজ দেন ১০ ওভারে ৩৫ রান।

এছাড়া এক উইকেট করে নেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান আর রুবেল হোসেন।

ক্যারিবীয়রা ৫০ ওভার ব্যাটিং করলেও টাইগারদের বোলিং তোপে ১৯৫ রান পর্যন্ত তুলতে পারে ৯ উইকেট হারিয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

উইন্ডিজ: ৫০ ওভারে ১৯৫/৯ (পাওয়েল ১০, হোপ ৪৩, ব্রাভো ১৯, স্যামুয়েলস ২৫, হেটমায়ার ৬, রভম্যান ১৪, চেজ ৩২, পল ৩৬, রোচ ৫*, বিশু ০, টমাস ০*; মিরাজ ১/৩০, সাকিব ১/৩৬, মোস্তাফিজ ৩/৩৫, মাশরাফি ৩/৩০, রুবেল ১/৬১)।

আপনার মন্তব্য

আলোচিত