স্পোর্টস ডেস্ক

০২ জানুয়ারি, ২০১৯ ২১:১৮

অনুশীলনে ফিরলেন সাংসদ মাশরাফি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জিতেছেন তিনি। ভক্ত-সমর্থক আর নিজ নির্বাচনী এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইতিমধ্যে। কিন্তু মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেট মাঠে আর আগের মতো পাওয়া যাবে কি না, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের জল্পনা-কল্পনার শেষ নেই। রাজনীতি কি ক্রীড়াঙ্গন থেকে কেড়ে নিবে প্রিয় খেলোয়াড় মাশরাফিকে? আর কি আগের মতো মাঠে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে দেখা যাবে লড়িয়ে অধিনায়ককে?  সতীর্থদের কি উজ্জীবিত করবেন যোদ্ধা সেনাপতির মতো?

অনেক প্রশ্নের উত্তর বুধবার এক লহমায় পেয়ে গেছেন ভক্তরা। বিপিএলের ষষ্ঠ আসরকে সামনে রেখে আজ বুধবার অনুশীলনে ফিরেছেন মাশরাফি। মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে অনুশীলন করেছেন তিনি। ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আর জমকালো আসরটিতে রংপুর রাইডার্সের আর্মব্যান্ড হাতে এবারও দেখা যাবে ম্যাশকে। অধিনায়ক হিসেবে জাতীয় দলের মতো বিপিএলেও প্রায় সব দলকে সাফল্য এনেছেন মাশরাফি।  তাঁর নেতৃত্বে গত পাঁচ আসরে তিনবার ভিন্ন তিনটি দল বিপিএল চ্যাম্পিয়ন হয়। ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর সর্বশেষ আসরে রংপুর রাইডার্সকে সেরা সাফল্যের তরীতে ভেড়ান দক্ষ নাবিক মাশরাফি।

হ্যামস্ট্রিংয়ে কিছুটা সমস্যা থাকায় বুধবার পুরোটা সময় জিমেই কাটিয়েছেন মাশরাফি। মাশরাফিকে নিয়ে সবার তুমুল আগ্রহ থাকলেও কোনো আনুষ্ঠানিক কথা বলেননি তিনি। তবে সংসদে রাজনীতির লড়াই পাশে রেখে আপাতত মাশরাফি যে মাঠের যুদ্ধেই বেশি আগ্রহী ঘাম ঝরানো অনুশীলনে মিলেছে সেই ইংগিত। সেক্ষেত্রে পুরো ফিট মাশরাফির ম্যাজিকই দেখতে যাচ্ছে বিপিএলের দর্শকরা।  

আপনার মন্তব্য

আলোচিত