ক্রীড়া প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০১৯ ২৩:৪৫

শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব

যতই দিন গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ততই জমে উঠেছে। বিপিএলের ষষ্ঠ আসর চলতি মাসের ৫ তারিখে ঢাকা পর্ব দিয়ে শুরু শুরু হয়েছিল। চলেছে ১৩ জানুয়ারি পর্যন্ত। সেখানে খেলা হয়ে মোট ১৪টি।

এবার ঢাকা পর্বের ১ দিনের বিরতি দিয়ে আগামীকাল মঙ্গলবার সিলেটে বিপিএলের পর্দা ওঠার মাধ্যমে শুরু হচ্ছে সিলেট ও দ্বিতীয় পর্ব।

বিপিএলের গত আসর শুরু হয়েছিল এখান থেকেই। নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে সিলেট ফেরায় শুরু থেকেই ছিল উত্তাপ। সাব্বির-নাসিররা টানা তিন ম্যাচ জিতে উৎসবে ভাসিয়েছিল চায়ের নগরীর মানুষদের। এবার ভিন্ন এক চ্যালেঞ্জ নিয়ে মঙ্গলবার দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছে ডেভিড ওয়ার্নারের দল।

ইতোমধ্যে ঢাকা পর্বের প্রথম ধাপে তিন ম্যাচে মাত্র একটি জয় নিয়ে সিলেটে এসেছে সিক্সার্সরা। অথচ আগের চেয়ে কাগজে কলমে দল এবার বেশি শক্তিশালী। অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নারকে উড়িয়ে এনে চমক দেয়া দলটির শুরুটা সেই তুলনায় মোটেও ভালো হয়নি। তবে বিপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের মাঠে চারটি ম্যাচ পাবে সিলেট সিক্সার্স। আর এখান থেকেই ঘুরে দাঁড়ানোর আশায় দলটি।

ঢাকার প্রথম পর্বে সবথেকে বেশি চমক দেখিয়েছে চিটাগং ভাইকিংস। কাগজে কলমে শক্তিশালী না হয়েও ব্যাট-বল হাতে দারুণ পারফর্ম করছেন চিটাগং। চার ম্যাচে তিনটি জিতেছে মুশফিকুর রহিমের দল। শেষ ম্যাচে তারা হারিয়েছে বিগ টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। তিন জয় নিয়ে ঢাকার থেকে পিছিয়ে চিটাগং। সাকিবের ঢাকা চার ম্যাচের চারটিতেই জিতেছে।

তবে সবথেকে বেশি হতাশ করেছে খুলনা টাইটান্স। চার ম্যাচের চারটিই হেরেছে মাহমুদউল্লাহর দল। বরাবরের মতো ফাইট করে সেরা চারে উঠে মাহমুদউল্লাহর দল। কিন্তু এবার উল্টো পথেই যেন হাঁটছে খুলনা। ভালো অবস্থানে নেই রংপুর রাইডার্স। সবথেকে বেশি ম্যাচ খেলা রংপুর পাঁচ ম্যাচের হেরেছে তিনটিতে। তাইতো মাশরাফির কপালে ভাঁজ। সেরা চার নিশ্চিত করতে হলে শেষ সাত ম্যাচের পাঁচটি জিততে হবে মাশরাফিদের।

এছাড়া নতুন অধিনায়ক মিরাজের নেতৃত্ব রাজশাহী ভালো করছে। চার ম্যাচের দুটিতে তারা জিতেছে, হেরেছে বাকি দুটিতে। এছাড়া কুমিল্লার চার ম্যাচে জয়-পরাজয় সমান সমান। সিলেট সিকার্স তিন ম্যাচে হেরেছে দুটিতে, জিতেছে একটিতে।

স্বাগতিক সিলেট সিক্সার্স নিজেদের মাঠে খেলবে চার ম্যাচ। গতবার সিলেটে চার ম্যাচ খেলেছিল সিক্সার্স। তিনটিতে জিতে ভালো সূচনা করেছিল। এবার মাঝপথে তাদের সামনে বড় চ্যালেঞ্জ। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে তাদের ঘরের মাঠে জয়ে ফিরতে হবে। শুধু সিলেট না নয়নাভিরাম স্টেডিয়ামে জয়ের খোঁজে থাকবে প্রত্যেক দল। তাইতো ব্যাট-বলের যুদ্ধ বেশ জমবে চা-বাগানে ঘেরা নান্দনিক স্টেডিয়ামে।

একনজরে বিপিএলের সিলেট পর্বের সূচি:

১৫.০১.২০১৯     খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংস
১৫.০১.২০১৯     সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৬.০১.২০১৯     ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস
১৬.০১.২০১৯     সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স
১৮.০১.২০১৯     সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস
১৮.০১.২০১৯     খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৯.০১.২০১৯      সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স
১৯.০১.২০১৯      চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স

আপনার মন্তব্য

আলোচিত