ক্রীড়া প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০১৯ ১৮:১৬

টসে হেরে ব্যাটিংয়ে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ১৬তম ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সিক্সার্স।

এ ম্যাচে টসে জিতে সিলেট সিক্সার্স বিপক্ষে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা ভাইকিংসের অধিনায়ক ইমিরুল কায়েস।

দুই দলের মধ্যে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার ম্যাচ খেলে তারা জিতেছে দুটিতে, হেরেছেও দুটি। ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে কায়েসের দল।

অপরদিকে, ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ৩টি। এর মধ্যে দুটিই হেরেছে। একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে দলটি।

সিলেটে এবারের পর্বে দুই দলেরই প্রথম ম্যাচ এটি। যারা জিতবে তাদেরই পয়েন্ট তালিকায় নিজেদের এগিয়ে নেয়ার সুযোগ থাকবে।

সিলেট সিক্সার্স
আন্দ্রে ফ্লেচার, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস (উইকেট কিপার), সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, আলোক কাপালি, সোহেল তানভীর, নাবিল সামাদ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ানস
তামিম ইকবাল, লিয়াম ডসন, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস (অধিনায়ক), থিসারা পেরারা, শহিদ আফ্রিদি, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, আবু হায়দার রনি ও মোহাম্মদ শহিদ।

আপনার মন্তব্য

আলোচিত