স্পোর্টস ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১৩:১২

নেইমারের অনুপস্থিতিতে পিএসজির প্রথম হার

নেইমারের অনুপস্থিতিতে অলিম্পিক লিওঁর মাঠে শুরুটা দারুণ হয়েছিল পিএসজির। কিন্তু পরে দুই গোল খেয়ে লিগ ওয়ানে প্রথম হারের স্বাদ নিয়ে ফিরেছে টমাস টুখেলের দল। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারে পিএসজি।

রোববার ম্যাচের সপ্তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে অনেকটা এগিয়ে ইউলিয়ান ড্রাক্সলার বাড়ান বাঁ দিকে থাকা ডি মারিয়াকে। বলের নিয়ন্ত্রণ নিয়ে দেখে শুনে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন আর্জেন্টিনার এই আক্রমণাত্মক মিডফিল্ডার।

৩৩তম মিনিটে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে লিওঁকে সমতায় ফেরান মুসা ডেম্বেলে। লাফিয়ে উঠলেও বল ফেরাতে পারেননি পিএসজি গোলরক্ষক আলফুঁস আরিওলা।

প্রথমার্ধের শেষ দিকে ডি মারিয়ার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও গোল লাইন থেকে ফিরিয়ে পিএসজিকে গোলবঞ্চিত করেন বেলজিয়ামের ডিফেন্ডার জেসন দেনেইয়ার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সফল স্পট কিকে লিওঁকে এগিয়ে নেন নাবিল ফেকির। ডি-বক্সের মধ্যে ডেম্বেলেকে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার চিয়াগো সিলভা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি।

২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিওঁ। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিল।

আপনার মন্তব্য

আলোচিত