ক্রীড়া প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি , ২০১৯ ২২:২৭

বাংলাদেশ হবে বিশ্বের সেরা দল: আইসিসি চেয়ারম্যান

একদিন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ সেরা দলে পরিণত হবে বলে মনে করেন বাংলাদেশের সফররত আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শশাঙ্ক মনোহরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসময় আইসিসি চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান কালে এমন মন্তব্য করেন।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এখন বাংলাদেশ সফরে রয়েছেন। গতকাল (বুধবার) বিকালে ঢাকায় পৌঁছান তিনি। আগামীকাল (শুক্রবার) মিরপুর স্টেডিয়ামে বসে বিপিএলের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন আইসিসি চেয়ারম্যান।

শশাঙ্ক মনোহর বলেন, "আমি এবার তৃতীয়বারের মতো বাংলাদেশে এসেছি। এর আগে ২০১০ ও ২০১১ সালে এসেছিলাম। এবার ঢাকায় এসে আমি অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। গত আট বছরে ঢাকায় অনেক উন্নতি হয়েছে।"

তিনি আরো বলেন, "নাজমুল হাসানের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটও ব্যাপকভাবে উন্নতি করেছে। এখানে তারা ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলকে হারাতে পারে। তারা অসাধারণ খেলছে।"

তিনি বলেন, "বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স আজ কারোই অজানা নয়। দেশে কিংবা দেশের বাইরে টাইগাররা প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলে। বলে কয়ে হারিয়ে দেয় ভারত, পাকিস্তান, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের। দিন যতই যাচ্ছে ততই যেন ক্ষুরধার হয়ে উঠছে। তবে একটি জায়গাতেই এখনো কিছুটা ঘাটতি রয়ে গেছে। সেটা হলো ধারাবাহিকতা। যেদিন থেকে লালর সবুজের দল ধারাবাহিক হবে সেদিন থেকেই বাংলাদেশ বিশ্ব সেরা দলে পরিণত হবে।"

আপনার মন্তব্য

আলোচিত