স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ, ২০১৯ ১৩:০৫

এল ক্লাসিকোতে ফের হারল রিয়াল মাদ্রিদ

লা লিগায় এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেছেন ইভান রাকিটিচ।

৭২ ঘণ্টা আগেই কোপা ডেল রের সেমিতে দুই দল মুখোমুখি হয়েছিল। হেরেছিল রিয়াল। ৭২ ঘণ্টা পর লা লিগায় আবারও আরেকটি এল ক্লাসিকো। লা লিগার এ ম্যাচটিতেও হেরেছে রিয়াল মাদ্রিদ।

পার্থক্য শুধু একটাই—সেদিনের মতো বাজেভাবে হারতে হয়নি রিয়ালকে। শনিবার রাতে নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ হেরেছে ০-১ গোলের ব্যবধানে।

শুরুর কিছু সময় বার্সেলোনার রক্ষণকে চাপে রাখলেও ম্যাচের প্রথমার্ধেই গোল পায় বার্সেলোনা। দ্বিতীয় মিনিটেই সুবিধাজনক জায়গায় ফ্রি কিক পায় স্বাগতিকেরা। তবে গ্যারেথ বেল সুযোগ হাতছাড়া করেন। ১৫তম মিনিটে বার্সেলোনার হয়ে গোলমুখে প্রথম শট নেন সুয়ারেজ। সে শট অবশ্য গোলের দেখা পায়নি।

২৬তম মিনিটে সার্জিও রবার্তোর কাছ থেকে ফিরতি পাস পেয়ে হাওয়ায় ভাসানো শটে বল জালে জড়ান রাকিটিচ। প্রথমার্ধে রামোস আর মেসি কথা-কাটাকাটিতে জড়ালে খেলায় কিছুটা উত্তেজনা ছড়ায়। তবে প্রথম গোলের পর বল জালে জড়াতে পারেনি কোনো দলই।

দ্বিতীয়ার্ধে ঘুমপাড়ানি ফুটবল খেলে দুই দলই। তবে শেষদিকে দু-একটি আক্রমণ পাল্টা আক্রমণে সে ঘুমে খানিক ব্যাঘাত ঘটলেও জাগিয়ে রাখা যায়নি। পরাজয়ের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আর এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে দুই নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্টের ব্যবধান ১০। তালিকার তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহে ৪৮ পয়েন্ট।

আপনার মন্তব্য

আলোচিত