ক্রীড়া প্রতিবেদক

০৪ মার্চ, ২০১৯ ১৫:০৭

র‌্যাঙ্কিংয়ে মাহমুদউল্লাহ-সৌম্য-তামিমের উন্নতি

ইনিংস ব্যবধানে হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের তিন ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়েছেন তিন ব্যাটসম্যানই।

চোটের কারণে দুটি টেস্ট সিরিজ বাইরে থাকার পর এই ম্যাচ দিয়েই আবার ফিরেছেন তামিম। খেলেছেন ১২৬ ও ৭৪ রানের ইনিংস। ১১ ধাপ এগিয়ে বাঁহাতি ওপেনার উঠেছেন পঁচিশে।

সাকিব আল হাসানকে টপকে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন তামিমই। চোটের কারণে খেলতে না পারা সাকিবের অবস্থান ২৮।

দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা ১৪৬ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ এগিয়েছেন ১২ ধাপ। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক উঠেছেন ক্যারিয়ার সেরা ৪০তম অবস্থানে।

প্রথম টেস্ট সেঞ্চুরিতে সৌম্য করেছেন ১৪৯ রান। ২৫ ধাপ এগিয়ে বাঁহাতি ব্যাটসম্যান এখন ৬৭ নম্বরে।

বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম আছেন ৩২ নম্বরে, মুমিনুল হক ৩৫ নম্বরে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ উঠে এসেছেন ৬৩ নম্বরে।

আপনার মন্তব্য

আলোচিত