স্পোর্টস ডেস্ক

০৭ মার্চ, ২০১৯ ১২:৪৭

বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন জিরোনা

কাতালান সুপার কাপে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন জিরোনা। স্প্যানিশ জায়ান্টদের ১-০ গোলের ব্যবধানে হারায় জিরোনা।

মেসি-সুয়ারেজ ছিলেন না। ছিলেন না নিয়মিত একাদশের অনেকেই। তবু পরাজয় তো পরাজয়ই, ইতিহাসে লেখা থাকবে— ২০১৯ সালের কাতালান সুপার কাপে বার্সেলোনার এই পরাজয়।

একটা সময় স্পেনের কাতালানের ক্লাবগুলোকে নিয়ে কোপা কাতালুনিয়া আয়োজন হত। ২০১৪ সালে সে নিয়ম পাল্টে যায়। ওই বছর থেকে লা লিগায় খেলা কাতালানের সেরা দুই ক্লাবকে নিয়েই কাতালান সুপার কাপ আয়োজন শুরু হয়।

প্রতিযোগিতা শুরুর পর থেকে এবারই প্রথম শিরোপার স্বাদ পেল জিরোনা। আগের তিনবারের দুবার শিরোপার দখল নিয়েছিল বার্সেলোনা। আর একবার শিরোপা ঘরে তুলেছিল কাতালানদের আরেক জনপ্রিয় ক্লাব এস্পানিওল।

বুধবারের রাতের ম্যাচে জিরোনার হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান স্তুয়ানি। ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে পাওয়া স্তুয়ানির স্পট কিকে পাওয়া গোলে ভালভার্দের শিষ্যদের পরাজয় লেখা হয়ে যায়।

মিডফিল্ডার ভালেরি ফার্নান্দেস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে বল জালে জড়াতে সমস্যা হয়নি স্তুয়ানির।

আপনার মন্তব্য

আলোচিত