স্পোর্টস ডেস্ক

০৯ মার্চ, ২০১৯ ১০:১২

দ্বিতীয় দিনেও টস হয়নি ওয়েলিংটন টেস্টের

ওয়েলিংটনের প্রকৃতি আজও ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে। টেস্টের প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও টস করতে নামতে পারেনি দুই দল। বল মাঠে গড়ানো তো দূরের কথা! বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে দ্বিতীয় দিনের খেলাও।

তবে আগামীকাল ওয়েলিংটনের আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। অর্থাৎ কাল বৃষ্টির সম্ভাবনা নেই।

প্রথম দুই দিন বৃষ্টির গর্ভে যাওয়ার পর তৃতীয় দিনে হয়তো টস করার সুযোগ পাবেন দুই দলের অধিনায়ক। রোববার নির্ধারিত সময় থেকে আধঘণ্টা আগে খেলা শুরু হবে।

স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় শেষবারের মতো বেসিন রিজার্ভের মাঠ পরিদর্শনে যান আম্পায়াররা। আকাশে তখনো মেঘের ঘনঘটা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পরায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। মাঠের আউটফিল্ড ভেজা ও খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিল। বেশ কিছু স্থানে পানিও জমে যায়। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা একবার মাঠে নেমে গা গরমও শুরু করেছিলেন। কিন্তু বেরসিক বৃষ্টি খেলা শুরু হতে দেয়নি।

আপনার মন্তব্য

আলোচিত