স্পোর্টস ডেস্ক

২৭ মার্চ, ২০১৯ ১৩:৪২

মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার জয়

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যাঙ্গেল কোরেরা।

নয়মাস পর খেলতে নামা লিওনেল মেসিকে নিয়ে গত ম্যাচে জেনিজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

গোলশূন্য প্রথমার্ধে ফুটবলের চেয়ে হাতাহাতি-ধাক্কাধাক্কিই হয়েছে বেশি। দুই পক্ষই এ অর্ধে ১৪টি করে ফাউল করে। তবে বলের নিয়ন্ত্রণে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল মরক্কো। পুরো ম্যাচে সব মিলিয়ে ৪৯ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি। ম্যাচে ২৭ বার ফাউল করেছেন স্কালোনির শিষ্যরা। স্বাগতিকেরাও কম কিসে! মরক্কোর খেলোয়াড়েরা ফাউল করেছেন ২২টি। এমন ম্যাচে প্রথমার্ধে গোলমুখে বলার মতো শট নিতে পারেননি দুই দলের কোনো খেলোয়াড়ই। অতিথিরা মরক্কোর জালে শট নিয়েছে ১৩টি। এর মধ্য মাত্র দুটি শটই লক্ষ্যে রাখতে পেরেছে আর্জেন্টাইনরা। আর মরক্কোর খেলোয়াড়েরা গোলমুখে শট নিয়েছেন ১০টি। দুটি লক্ষ্যে রাখতে পারলেও বাকি সব শটই ছিল এলোমেলো।

৮৩তম মিনিটে মাতিয়াস সুয়ারেজের বাড়ানো বল থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান কোরেরা। অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আপনার মন্তব্য

আলোচিত