স্পোর্টস ডেস্ক

২৭ মার্চ, ২০১৯ ১৪:১০

ক্যান্সারের কাছে হেরে গেলেন অজি স্পিনার ইয়ার্ডলি

ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত আর পেরে উঠলেন না অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার, কোচ ও ধারাভাষ্যকার ব্রুস ইয়ার্ডলি। ৭১ বছর বয়সে নর্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া মারা যান তিনি।

ডানহাতি এই স্পিনারের ১৯৭৮ সালে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে টেস্টে অভিষেক হয়। ৩৩টি সাদা পোশাকের ম্যাচ থেকে তিনি ১২৬টি উইকেট দখল করেন। আর সাতটি ওয়ানডে খেলে সমান উইকেট নেন।

জাতীয় দলের ক্যারিয়ার সংক্ষিপ্ত হলেও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ইয়ার্ডলি ছিলেন বেশ সফল। ১০৫টি ম্যাচে তিনি ২৮.১৯ গড়ে ৩৪৪টি উইকেট নেন।

খেলোয়াড়ি জীবন শেষ করে ব্রুস পার্থের ক্লাব মিডল্যান্ড গিল্ডফোর্ডের কোচিং শুরু করেন। পরে তিনি ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তখনকার বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা জাতীয় দলের বস ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত