সিলেটটুডে ডেস্ক

২৮ মার্চ, ২০১৯ ১৮:১৫

আগুনের দায় কার, প্রশ্ন সাব্বিরের

এক মাসের ব্যবধানে রাজধানীতে আবারও ভয়াবহ আগুনের ঘটনা ঘটল। পুরান ঢাকার চকবাজারের পর বৃহস্পতিবার আগুনের শিকার বনানীর বহুতল ভবন। এতে এখন পর্যন্ত ৭জন নিহতের খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। ভয়াবহ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে দেশবাসী। সাধারণ মানুষের এই বিপদের দিনে সহমর্মী হয়েছেন তারকা ক্রিকেটাররা। তারা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করছেন নিজেদের মতামত।

জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান বনানীতে অগ্নিকাণ্ডের পর নিজের ফেসবুকে লিখেন, 'আবারো আগুন, হাজার হাজার মানুষ আটকা পড়েছে। এই দায়বদ্ধতা কার? আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।'

কিছুক্ষণ পর অবশ্য 'এই দায়বদ্ধতা কার?' লাইনটি কেটে দেন তিনি; যা তার স্ট্যাটাসের 'এডিট হিস্ট্রি' অপশনে দেখাচ্ছে। প্রথম স্ট্যাটাসের ঘণ্টাখানেক পর তিনি আরও একটি ছবিসহ স্ট্যাটাসে লিখেন, 'আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।'

আপনার মন্তব্য

আলোচিত