স্পোর্টস ডেস্ক

৩১ মার্চ, ২০১৯ ১৫:২১

মাতাল হয়ে গাড়ি দুর্ঘটনা, শ্রীলঙ্কান অধিনায়ক গ্রেপ্তার

মাতাল হয়ে গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ও ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে। দুর্ঘটনায় একজনকে আহত করেছেন শ্রীলঙ্কার এই বাঁ হাতি ওপেনার।

রোববার (৩১ মার্চ) ভোরে শ্রীলঙ্কার বোরেল্লা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটান করুণারত্নে।

তিন চাকার একটি গাড়িকে ধাক্কা দেয় তার রেঞ্জ রোভার।

তিন চাকার গাড়ির ড্রাইভারকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় এবং স্থানীয় পুলিশ করুণারত্নেকে গ্রেপ্তার করে।

সেই ড্রাইভার সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছে লঙ্কান সংবাদমাধ্যম।

দিমুথ করুণারত্নের নেতৃত্বে কিছুদিন আগে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।

গুঞ্জন চলছে, ইংল্যান্ডে তার নেতৃত্বেই বিশ্বকাপে লড়বে শ্রীলঙ্কা। কিন্তু এই গুঞ্জন এখন থেমে যেতে পারে। সেটি করুণারত্নের কৃতকর্মের জন্য।

শ্রীলঙ্কার হয়ে ৬০ টেস্ট ও ১৭ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যানের জামিন মঞ্জুর করেছে আদালত। আগামী সপ্তাহে তাকে আদালতে উপস্থিত হতে হবে। মাতাল হয়ে গাড়ি চালানোয় তাকে জরিমানা করতে পারে আদালত।

আদালতের রায়ের পর করুণারত্নের বিষয়ে সিদ্ধান্ত নেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সম্ভবত নিষেধাজ্ঞা জুটতে পারে তার কপালে।

গত বছর থেকেই শৃঙ্খলা ভঙ্গজনিত সমস্যায় ভুগছে শ্রীলঙ্কান ক্রিকেট।

আপনার মন্তব্য

আলোচিত