স্পোর্টস ডেস্ক

০৩ এপ্রিল, ২০১৯ ০৯:০৩

শিরোপার আরও কাছে জুভেন্টাস

সেরি আর শিরোপার কাছাকাছি চলে গেছে জুভেন্টাস। কাইয়ারির মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদো ও পাওলো দিবালাকে ছাড়া খেলতে নামা মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতে জুভেন্টাস। ৩০ ম্যাচে ৮১ পয়েন্ট সেরি আর সফলতম দলটির। ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।

গত নভেম্বরে নিজেদের মাঠে লিগের প্রথম পর্বে কাইয়ারিকে ৩-১ গোলে হারিয়েছিল সেরি আর গত সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।

ম্যাচের ২২তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির কর্নারে লিওনার্দো বোনুচ্চির হেড গোলরক্ষককে প্রতিরোধের কোনো সুযোগ না দিয়ে ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় জুভেন্টাস।

৮৪তম মিনিটে ডান দিক থেকে রদ্রিগো বেন্তাকুরের পাস পেয়ে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে বোকা বানিয়ে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন মইজে কেন। ১৯ বছর বয়সী এই তরুণ এম্পোলির বিপক্ষে জুভেন্টাসের জেতা ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন।

মঙ্গলবার নিজেদের মাঠে উদিনেজের সঙ্গে ১-১ ড্র করা এসি মিলান ৩০ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত