নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০১৯ ২৩:৫০

বাংলাদেশ দলের জার্সি নিয়ে ক্ষোভ, পরিবর্তনের দাবি

আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়েছে সোমবার (২৯)। জার্সিটি উন্মোচন হওয়ার পর থেকে এনিয়ে সমালোচনা শুরু হয়েছে। সবুজ এই জার্সিতে বাংলাদেশের পতাকার আদলে লালের মিশ্রন না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

এই জার্সির সঙ্গে পাকিস্তানের জার্সির মিল আছে দাবি এমন জার্সি পরিবর্তনের দাবি তুলেছেন সমালোচনাকারীরা।

বিশ্বকাপে বাংলাদেশের জার্সির রং রঙ কলাপাতা সবুজ। কলারের দিকটায় আছে গাঢ় সবুজ। ট্রাউজারের রঙও গাঢ় সবুজ। সামনে সাদা হরফে লেখা বাংলাদেশ। বুকে বিসিবির লোগো, বাহুতে স্পন্সরের লোগো। কিন্তু কোথাও নেই লাল রঙ। পুরো জার্সিতে কোথাও লাল রং নেই। আর এতেই ক্ষেপেছেন সমর্থকরা।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহারিয়ার আলম সামাদ নতুন এই জার্সি নিয়ে ফেসবুকে লিখেছেন-

জার্সি একটি দেশকে, দেশের পতাকাকে রিপ্রেজেন্ট করে। আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে লাল-সবুজ।কিন্তু জার্সির কোথাও লালের কোন ছিটেফোটাও নেই।

পাকিস্তানি জার্সির আদলে করা বাংলাদেশের বিশ্বকাপ জার্সি এটি।
দেশের নাগরিক হিসেবে এই জার্সিতে বাংলাদেশকে দেখতে চাই না।

ব্লগার ও সাংবাদিক আরিফ জেবতিক ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন-

বাংলাদেশের এই জার্সি যে বরাহ শাবকের পালেরা এপ্রুভ করেছে-এদের সবাইকে স্টেডিয়ামের মাঝখানে দাঁড় করিয়ে চাবকানো উচিত। পাকিস্তানি জাতীয় পতাকার সবুজ-সাদা কম্বিনেশনে বাংলাদেশের জার্সি বানিয়েছে। বাংলাদেশের পতাকার লালের কোনো চিহ্নই নেই।
পাকিস্তানি প্রেতাত্মা, পাকিস্তানে ফিরে যা।

মোহাম্মদ আনিস নামের একজন লিখেছেন, 'আমি এই জার্সির পক্ষে নই! জার্সি পরিবর্তন করার দাবি জানাচ্ছি! লাল রংটা চেতনা! লাখো বাঙ্গালির রক্তের প্রতীক!'

মো. ফরহাদ আলী লিখেছেন, 'বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিটা অতীতের তুলনায় সবচেয়ে বাজে হয়েছে। বুঝলাম না বাংলাদেশ দলের জার্সিটা কেন পাকিস্তানের জার্সির মত হয়ে যাচ্ছে। বাংলাদেশ মানে আমার কাছে সবুজ রঙের চেয়ে লাল রং অনেক বেশি মূল্যবান।'

নিরূপম মণ্ডল লিখেছেন, ‘লাল সবুজ আমাদের অহংকার। সেই অহংকার আজ নিশ্চিহ্ন করে দিয়ে পাকিস্তানের জার্সির সাথে মিল করা হয়েছে।

সমর্থকদের অভিযোগ নিয়ে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'আসলে আমাদের লাল আর সবুজ দুইটার কনসেপ্টই ছিল। জার্সিতে দুই রংই থাকতে হবে এমন তো কথা নেই। আর পুরো সবুজ তো হয়নি। তাছাড়া দক্ষিণ আফ্রিকাও এই কালারের জার্সি পড়ে খেলে।'

'তবে এটা ঠিক যে সবুজের মাঝখানে লাল বর্ডার থাকলে ভালো হতো। আমাদের ওই রকমই লাল কালারেরও জার্সি আছে ওটা পড়েও বাংলাদেশ খেলবে। একসাথে দুইটা রং থাকলেও আলাদা ভাবে রয়েছে।'

আপনার মন্তব্য

আলোচিত