স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৯ ১৪:৩৬

আয়ারল্যান্ডের উদ্দেশ্যে বুধবার দেশ ছাড়বে টাইগাররা

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে অংশ নেয়ার উদ্দেশ্যে আগামীকাল (বুধবার) সকাল সাড়ে দশটায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে মাশরাফি বিন মর্তুজার দল।

বুধবার (১ মে) আয়ারল্যান্ডের উদ্দেশ্যে মাশরাফির নেতৃত্বে ঢাকা ছাড়বে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় দেশ ছাড়বে বাংলাদেশ। দুবাইয়ে যাত্রা বিরতির পর আয়ারল্যান্ডে পৌঁছাবে মাশরাফিবাহিনী।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জন ক্রিকেটার আর ত্রিদেশীয় সিরিজের জন্য দলে থাকা অতিরিক্ত ৪ জন ক্রিকেটারসহ কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সবাই একসঙ্গে যাবেন।

৫ মে ত্রিদেশীয় সিরিজ শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

৫ মে  : আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ফ
৭ মে  : ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
৯ মে  : আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহিড
১১ মে : আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহিড
১৩ মে : ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহিড
১৫ মে : আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
১৭ মে : ফাইনাল, মালাহিড

আপনার মন্তব্য

আলোচিত