সিলেটটুডে ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৯ ১৬:৪৬

সুরমার তীরে শুরু হয়েছে ষষ্ঠ সাপোর্ট ওয়ার্ল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

৩০ মে যুক্তরাজ্যে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। সে দেশের টেমস্ নদীর তীর এখন বিশ্বকাপ পর্যটকদের অপেক্ষায়। এই অবস্থায় সিলেটের সুরমা নদীর তীরে শুরু হয়েছে ষষ্ঠ সাপোর্ট ওয়ার্ল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। নিজ নিজ দলের সমর্থনে অংশ নিয়ে ক্রিকেটোররা নামলেন ব্যাট-বলের লড়াইয়ে। উদ্বোধনী ম্যাচে সাপোর্ট বাংলাদেশ ১ উইকেটে সাপোর্ট পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে।

সোমবার (২৯ এপ্রিল) সিলেট শহরতলীর ঘোপালে সুরমা নদীর চরে ১০ দলের টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রবর্তক সাংবাদিক আব্দুর রশিদ রেনু। এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আফতাব উদ্দিন, টুর্নামেন্টের সমন্বয়ক রাফি চৌধুরী, দেলোয়ার হোসেন রনি, আলাউদ্দিন।

প্রথমে ব্যাট করে সাপোর্ট পাকিস্তান সবকটি উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৬৫ রান করে। জবাবে সাপোর্ট বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় শেষ ওভারে।

দিনের অপর ম্যাচে সাপোর্ট অস্ট্রেলিয়া ৮০ রানের সহজ জয় পায় সাপোর্ট শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথমে ব্যাট করে সাপোর্ট অস্ট্রেলিয়া ১৮৩ রানে অলআউট হয়। জবাবে সাপোর্ট শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১০৩ রানে।

আজ মঙ্গলবারের ম্যাচে সাপোর্ট দক্ষিণ আফ্রিকা মোকাবেলা করবে সাপোর্ট ভারতকে।

আপনার মন্তব্য

আলোচিত