স্পোর্টস ডেস্ক

০৪ মে, ২০১৯ ১২:১০

হেডে রোনালদোর সেঞ্চুরি

রোনালদোর গোলে হার এড়াল জুভেন্টাস। সিরি আ-তে যেমন তুরিনোর বিপক্ষে ১-০ গোল ব্যবধানে পিছিয়ে হার দেখছিল জুভেন্টাস। ‘হেডমাস্টার’ রোনালদো সাহায্যের হাত না বাড়ালে হার নিয়েই মাঠ ছাড়তে হতো চ্যাম্পিয়নদের।

চাপে তিনি সব সময়ই থাকেন। কদিন আগেও বলেছেন, প্রতি মৌসুমে নিজেকে বারবার প্রমাণ করতে ভালো লাগে না।

কিন্তু খেলোয়াড়টি যে ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসির মতো চিরপ্রতিদ্বন্দ্বী থাকায় ভালো করার চাপটা সব সময়ই থাকে।

প্রথমার্ধের ১৮ মিনিটে এগিয়ে গিয়েছিল তুরিনো। ম্যাচের ৮০ মিনিট পেরিয়ে গেলেও গোলটি শোধ করতে পারেনি জুভেন্টাস। তুরিনো তখন ১৯৯৫ সালের পর প্রথমবারের মতো জুভেন্টাসের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ৮৪ মিনিটে রোনালদোর দুর্দান্ত এক হেড থেকে করা গোলে সমতা ফেরায় দলটি। মাঠ থেকে অনেকটা লাফিয়ে উঠে গোলটি করেন।

কিছুদিন আগে ক্লাব ক্যারিয়ারে ৬০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন রোনালদো। হেডে এটি ছিল তার ক্যারিয়ারের শততম গোল।

৩৫ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জুভেন্টাস। ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নাপোলি। এর আগেই টানা অষ্টমবারের মতো লিগ জয় নিশ্চিত করেছে জুভেন্টাস।

আপনার মন্তব্য

আলোচিত