স্পোর্টস ডেস্ক

০৯ মে, ২০১৯ ২০:৩৪

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে এদিন মুখোমুখি হওয়ার কথা ছিল দল দুটির। তবে ডাবলিনে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি চলায় এক বলও মাঠে গড়ায়নি। এমনকি টসও অনুষ্ঠিত হয়নি।

তবে ম্যাচ শুরুর ঘণ্টা দুই আগে বৃষ্টি থেমেছিল। কিন্তু ঘণ্টা খানেক বিরতির পর আবার শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এক পর্যায়ে মুষলধারে শুরু হয়। এরপর আর না থামায় স্থানীয় সময় ২টা ১২ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে দুই দলকে সমান ২ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজকে এক প্রকার উড়িয়েই দিয়েছিল বাংলাদেশ। ৩০ বল বাকী থাকতেই ৮ উইকেটের জয় পায় টাইগাররা। অন্যদিকে উইন্ডিজ উড়িয়ে দিয়েছিল স্বাগতিকদের। ১৯৬ রানের বিশাল জয় পায় ক্যারিবিয়ানরা।

আগামী শনিবার ফিরতি পর্বে উইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক আয়ারল্যান্ড। আর বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৩ ম্যাচ। প্রতিপক্ষ উইন্ডিজ।

আপনার মন্তব্য

আলোচিত