স্পোর্টস ডেস্ক

১৩ মে, ২০১৯ ১৫:০৭

নেইমারের অধিনায়ক হওয়ার যোগ্যতা নেই বলে জানালেন কোচ

ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক তিনি। তার নেতৃত্বে প্রথমবারের মতো অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছে দেশটি। অথচ সেই নেইমারের একটি ক্লাবের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এখনও হয়নি! এমনটাই বলেছেন প্যারিস সেইন্ত জার্মেইর (পিএসজি) কোচ টমাস টুখেল।

পিএসজির আক্রমণভাগের নেতা নেইমারই। তার অভাব যে কি জিনিস তা কদিন আগে টানা হারে বুঝতে পেরেছে দলটি। আগের দিনও অঁজির মাঠে লিগ ওয়ানের ম্যাচে তার নৈপুণ্যেই জয় পায় তারা। গোল করেছেন, করিয়েছেনও। কিন্তু ম্যাচ শেষে নেইমারের উপর অনাস্থার কথাই বললেন টুখেল।

এদিকে আগামী মৌসুমে নেইমারের দল ছাড়ার গুঞ্জন চাউর। রিয়ালে যোগ দিতে পারেন এ ব্রাজিলিয়ান। কিন্তু তাকে ধরে রাখার সব চেষ্টাই করছে পিএসজি। তার হাতে আগামী মৌসুমে পিএসজির অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দেওয়ার গুঞ্জনও রয়েছে ফরাসী গণমাধ্যমে। তার রেশ ধরেই ম্যাচ শেষে টুখেলকে প্রশ্ন করা হয়, আগামী মৌসুমে নেইমারকে অধিনায়ক করা হবে কিনা?

উত্তরে পিএসজি কোচ বলেছেন, ‘না, আমাদের দুইজন অধিনায়ক আছে থিয়াগো (সিলভা) ও মারকুইনহোস। আমরা এটা বদলাচ্ছি না। আমার মতে, পিএসজির অধিনায়ক হওয়ার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পারেনি নেইমার।'

দলের অধিনায়ক হিসেবে না চাইলেও নেইমারকে আক্রমণভাগের নেতা মানছেন টুখেল, 'সে টেকনিক্যাল দিক দিয়ে আক্রমণভাগের নেতৃত্ব দিতে পারে। কিন্তু অধিনায়ক হওয়া ভিন্ন ব্যাপার। এবং অধিনায়কের আর্মব্যান্ড তার হাতে দেওয়া জরুরী কিছুও নয়। আমি বুঝতে পারছি না সবাই হঠাৎ এটা নিয়ে আলোচনা কেন করছে?'

তবে নেইমারের প্রতিভা নিয়ে বিন্দুমাত্র শঙ্কা নেই পিএসজি কোচের, 'আমি নেইমারের প্রশংসা করি কারণ তার প্রতিভাকে আমি সালাম জানাই। সে বল নিয়ে যা করে তা অন্য কেউ করতে পারে না। সে ম্যাচটি একাই জিতিয়ে দিয়েছে। এটা মৌসুমে তার শেষ ম্যাচ ছিল। সে এটাকে ভালোভাবেই শেষ করার চেষ্টা করেছে। সে যা দেখায়, সেটা দেখার জন্য মানুষ টিকেট কেটে খেলা দেখতে আসে।'

ফ্রেঞ্চ কাপের ফাইনালে দর্শককে ঘুষি দিয়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন নেইমার। তাই আগের দিন চলতি মৌসুমে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত