স্পোর্টস ডেস্ক

২৪ মে, ২০১৯ ১৩:৫১

বিশ্বকাপে পরিবার পাশে পাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটাররা

বিশ্বকাপের সবগুলো দল যখন ক্রিকেটারদের স্ত্রী ও পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দিয়ে আসছে সেখানে উল্টোপথে হাঁটল পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্রিকেটারদের জানিয়ে দিয়েছে বিশ্বকাপ চলাকালীন স্ত্রী ও পরিবারের সদস্যরা তাদের সঙ্গে থাকতে পারবে না।  ১৯৯২ ফরম্যাটের বিশ্বকাপ হওয়ায় দশ দলের এ বিশ্বকাপ হবে লিগ পদ্ধতিতে।

নিয়ম অনুযায়ী প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পাবে।  ফলে বিশ্বকাপের সফর হচ্ছে অনেক দীর্ঘ।  ‘হোম সিকনেসের’ কারণেই অন্যান্য দলের ক্রিকেটাররা পরিবারকে সাথে নিয়ে ভ্রমণের অনুমতি পেয়ে এসেছে।  সেখানে পিসিবি জারি করল নতুন নিয়ম।

কোনো ক্রিকেটারের পরিবার যদি বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ডে থাকতে চান তাহলে নিজেদের ব্যবস্থায় তা করে নিতে হবে।  সেটাও টিম হোটেলের বাইরে।

বলার অপেক্ষা রাখে না, সম্প্রতি পাকিস্তানের পারফরম্যন্সের কারণেই পিসিবি কঠোর হতে বাধ্য হয়েছে। ক্রিকেটারদের খেলায় পূর্ণ মনোযোগ দেওয়া উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত পিসিবির।  ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ চলাকালীন স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পেরেছিলেন সরফরাজ, শোয়েব মালিকারা।  কিন্তু বিশ্বকাপের সময়ে তাদেরকে দূরে থাকতেই হচ্ছে।

৩১ মে বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচটি হবে নটিংহ্যামে।

আপনার মন্তব্য

আলোচিত