স্পোর্টস ডেস্ক

০৭ জুন, ২০১৯ ২১:৫১

বৃষ্টিতে পণ্ড পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

নিজেদের তৃতীয় ম্যাচে ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা ছিল সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান-শ্রীলঙ্কার। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হতে পারেনি ভারী বৃষ্টির কারণে। টস করাও সম্ভব হয়নি। একাধিকবার মাঠ পরিদর্শনের পর বাংলাদেশ সময় রাত ৮টা ৪৬ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তাতে পয়েন্ট ভাগাভাগি করে নেয় এশিয়ার দুই দেশ। চলতি বিশ্বকাপে এটিই প্রথম ম্যাচ যেটি পরিত্যক্ত ঘোষণা করা হলো।

বিশ্বকাপের মহারণের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে কখনোই জয়ের দেখা মেলেনি লঙ্কানদের। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে লঙ্কানদের সাথে সাত দেখার প্রতিবারই জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান।

ক্রিকেটের মহারণে পাকিস্তান, শ্রীলঙ্কা দুই দলেরই শুরুটা হয়েছিল শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরেছিল পাকিস্তান। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানের হার লঙ্কানদের।

তবে দু’দলই জয়ের দেখা পেয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। টানা ১১ ম্যাচ হারের পর স্বাগতিক ইংলিশদের বিপক্ষে চলতি বিশ্বকাপের প্রথম জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। আর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের বৃষ্টি আইনেই ৩৪ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।

আপনার মন্তব্য

আলোচিত