স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০১৯ ১৭:১১

মিরাজের দুরন্ত ক্যাচে ফিরলেন বেয়ারস্টো

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে সাবধানী শুরু করেছিলো ইংল্যান্ড। প্রথম ম্যাচে জেতার পর পাকিস্তানের বিপক্ষে হেরে চাপে রয়েছে স্বাগতিকরা। শুরুর ৫ ওভারের ব্যাটিংয়ে তাই খুব সাবধানী ভঙ্গিতে খেলেছে ইংল্যান্ড।

ধীরে ধীরে ওপেনিং জুটি মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিলে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিদায় করেছেন বেয়ারস্টোকে। মিরাজের এক অসাধারণ ক্যাচে প্রথম উইকেট হারালো ইংলিশরা।

ওপেনিং জুটি ভাঙলেও এই জুটি অসাধারণ শুরু এনে দিয়েছে ইংল্যান্ডকে। ওপেনিং জুটিতে জেসন রয়ের দ্রুত গতির হাফ সেঞ্চুরিতে ভর করেই রানের চাকা সচল স্বাগতিকদের। ২০তম ওভারে অবশেষে এই জুটি ভেঙে স্বস্তি ফেরান মাশরাফি।

বল কিছুটা লাফিয়ে ওঠায় এজ হয়ে মেহেদী হাসান মিরাজের অসাধারণ ক্যাচে সাজঘরে ফিরতে হয় ধীর গতিতে হাফ সেঞ্চুরি তোলা বেয়ারস্টোকে।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুর দিকের আক্রমণাত্মক বোলিংয়ে চেপে ধরার কৌশলে ছিলো মাশরাফিরা। ধীরে ধীরে সেই চাপ থেকে নিজেদের মুক্ত করে নেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। বাংলাদেশের দুশ্চিন্তা বাড়ানো উদ্বোধনী জুটিতে উঠে ১২৮ রান।

বেয়ারস্টো বিদায় নিলে ৬৬ বলে বলে ৭৫ রানে ব্যাট করছেন রয় আর অপর প্রান্তে আছেন জো রুট।

সাকিব আল হাসান আক্রমণের শুরুতে এসে ইংলিশদের ঘূর্ণি জালে ফেলবার চেষ্টা করেছেন। তবে সাবধানী ইংলিশরা তা এড়িয়ে চলবার চেষ্টা করেছে।

আপনার মন্তব্য

আলোচিত