স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০১৯ ২৩:১৭

শীর্ষে সাকিব

বিশ্বকাপের দ্বাদশ আসরের প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে সাকিব আল হাসান। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন পরের দুটি ম্যাচেও। টানা তিন ফিফটির শেষটি টেনে নিয়েছেন সেঞ্চুরিতে। সুবাদে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। আর সেরা পাঁচে আছেন মুশফিকুর রহিম।

শনিবার বাংলাদেশের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন সাকিব। মাহমুদউল্লাহর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বমঞ্চে শতক, দেশের দ্রুততম। দারুণ সেঞ্চুরিটির পথে জেসন রয়কে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ বলে ১২১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন সাকিব। স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে ১২ চার ও এক ছক্কায় এই রান করেছেন।

এর আগে জফরা আর্চারের করা ৩৩তম ওভারের তৃতীয় বলটি কাভারে ঠেলে দিয়ে এক রান নিয়ে ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। ক্যারিয়ারের অষ্টম শতক।

সবমিলিয়ে এবারের আসরে ৩ ম্যাচে ৮৬.৬৬ গড়ে ২৬০ রান এখন সাকিবের। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৬৪ রান।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সফলতা দেখিয়েছেন সাকিব। ইংল্যান্ড ম্যাচে উইকেটশূন্য থাকলেও আগের দুই ম্যাচে ৩ উইকেট নিয়েছেন। সবমিলিয়ে বিশ্বকাপের এবারের আসরের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে কক্ষপথেই রয়েছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার।

রান সংগ্রাহকের দিক দিয়ে এবার দুইয়ে আছেন জেসন রয়, ৩ ম্যাচে ৭১.৬৬ গড়ে ২১৫ সংগ্রহ। তিনে আরেক ইংলিশ জস বাটলার, সমান ম্যাচে নামের পাশে ১৮৫ রান। চারে ১৭৯ রান নিয়ে তাদের সতীর্থ জো রুট। সেরা পাঁচে সাকিবের সতীর্থ মুশফিকুর রহিম, ১৪১ রান নিয়ে।

আপনার মন্তব্য

আলোচিত