স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০১৯ ১৩:৫৯

বাংলাদেশের বিপক্ষে খেলছেন না নুয়ান প্রদীপ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না শ্রীলঙ্কান পেসার নুয়ান প্রদীপের।

আফগানিস্তানের বিপক্ষে বেশ ভালো বোলিং করেছিলেন নুয়ান প্রদীপ। চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।

বাংলাদেশের বিপক্ষে লঙ্কান পেস আক্রমণের অন্যতম ভরসা হিসেবেই ভাবা হচ্ছিল তাঁকেই। কিন্তু আঙুলের চোটে পড়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আর খেলা হচ্ছে না তাঁর।

নেটে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন তিনি। কুশল পেরেরার শট মাথার দিকে ধেঁয়ে আসার সময় নিজেকে বাঁচাতে হাত তুলেছিলেন প্রদীপ। তখনই বল তাঁর কনিষ্ঠায় আঘাত করে। আঘাতের মাত্রা এতটাই ছিল যে তাঁকে হাসপাতালে নিতে হয়।

পুরো বিশ্বকাপই শেষ হয়ে যেতে পারে প্রদীপের। সে ক্ষেত্রে এর মধ্যেই প্রদীপের বিকল্প খুঁজে নিয়েছে শ্রীলঙ্কা। ডানহাতি মিডিয়াম পেসার কাসুন রাজিথাকে দলে নেওয়া হবে, যদি নুয়ান প্রদীপ আর না খেলতে পারেন। আপাতত বলা হচ্ছে, এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে প্রদীপের।

১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ জেতার পর টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ। ওদিকে তিন ম্যাচ খেলে শ্রীলঙ্কাও জিতেছে একটি, পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত