স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০১৯ ০০:১২

ইনজুরিতে সাকিব, শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে সংশয়

আগের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। অথচ কে জানতো এই সেঞ্চুরির জন্য চড়া মূল্য দিতে হবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সেঞ্চুরি করা ওই ম্যাচেই কোমড়ে ব্যথা পান সাকিব। সে ব্যথা বেড়ে এমন পর্যায়ে পৌঁচেছে যে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর খেলা নিয়েই সংশয় দেখা দিয়েছে।

বাংলাদেশ দল সোমবার যখন কাউন্টি মাঠে অনুশীলন করতে এল, কী ঝলমলে রোদ্দুর। প্রকৃতির মতো সাকিবের চোখে মুখেও উজ্জ্বলতা। বিশ্বকাপে ব্যক্তিগত পারফরমেন্সের মতোই তাঁর শরীরী ভাষা ছিল বেশ ফুরফুরে। সতীর্থদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে থাকল অনুশীলনের পুরোটা সময়। তা দেখে কারও বোঝার উপায় ছিল কিছুক্ষণ পর কোন দুঃসংবাদ ধেয়ে আসছে!

দলের সবাই ব্যাটিং করার জন্য নেটে গেলেও সাকিব তার ধারে কাছেও গেলেন না। আড্ডায় কাটিয়ে দিলেন পুরোটা সময়। এরই মাঝে ঝলমলে রোদের জায়গায় ব্রিস্টলের আকাশ দখল করে নিল মেঘের দল। বাংলাদেশ দলের ভেতরের অবস্থাটাও হয়ে উঠল আকাশের মতোই। বিশ্বকাপে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা ম্যাচের আগে চোটে পড়েছেন সাকিব—এ কথা ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যে। অবস্থা এমনই যে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর খেলা নিয়ে আছে সংশয়।

আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় পরাজয়ের ম্যাচে বুক চিতিয়ে একাই লড়েছেন সাকিব। খেলেছেন ১২১ রানের অনবদ্য সেঞ্চুরি। কিন্তু ঝকঝকে এই ইনিংসের ম্যাচেই কোমরের নিচে চোট পেয়েছিলেন। ম্যাচে অবশ্য তাঁর ব্যাটিং দেখে সেটা বোঝা যায়নি।

প্রথমে হালকা মনে হলেও চোটটা তাঁকে ভোগাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবের খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি বলে জানিয়েছেন দলের ম্যানেজমেন্ট কমিটির এক সদস্যই, ‘সাকিবের স্ক্যান করানো হয়েছে। সন্ধ্যার (স্থানীয় সময়) পরে স্ক্যানের ফল জানা যাবে করানো হবে। এখনো বোঝা যাচ্ছে না তাঁর চোটের অবস্থা। শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি।’

লঙ্কানদের বিপক্ষে সাকিবের খেলতে না পারাটা হবে দলের জন্য বড় ক্ষতি। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ আর গতকাল কার্ডিফে অনবদ্য ১২১। এই সাকিবের চোখে অনেক বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে তিনি এগোচ্ছেন দুর্দান্ত গতিতে। ২৬০ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহকের দৌড়ে আপাতত আছেন সবার ওপরে। এমন দুর্দান্ত ছন্দে থাকা সাকিবকে হারানো মানে খেলার আগেই যে কিছুটা পিছিয়ে পড়া।

আপনার মন্তব্য

আলোচিত