স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০১৯ ১৬:২৪

মাঠে পৌঁছেছেন মাশরাফিরা

সেমিফাইনালে ওঠার স্বপ্ন ধরে রাখতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় চাই। কিন্তু এমন ম্যাচে কি না বৃষ্টির বাগড়া। থামার নামই নেই।

তাই টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল বাংলাদেশ দল মাঠে আসবে ১২টা নাগাদ, তাও আবহাওয়ার পরিস্থিতি বুঝে।

কিন্তু এমন ম্যাচের আগে কি আর হোটেলে বসে সময় কাটানো যায়। অবশেষে স্থানীয় সময় ১১টার দিকে মাঠে পৌঁছায় বাংলাদেশ দল।

আর টাইগাররা মাঠে ঢুকতেই দর্শকরাও মাঠে ঢুকতে শুরু করেছে। বাংলাদেশের ড্রেসিং রুমের সামনে উল্লাস করছে টাইগার সমর্থকরা। তবে এখনও থেমে থেমে ঝরছে বৃষ্টি।

বৃষ্টির মাথায় নিয়েই দিনটা শুরু হয়েছে ব্রিস্টলে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে তাই ঘনঘোর অনিশ্চয়তা।

মাঝখানে বৃষ্টি বন্ধ হয়েছিল। আশার সঞ্চার হয়েছিল সবার মনে। কিন্তু এ মুহূর্তে ব্রিস্টলে আবারও বৃষ্টি শুরু হয়েছে।

নির্ধারিত সময়ে হয়নি টস। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত