স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০১৯ ২০:৫৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেও বৃষ্টি ভোগাবে বাংলাদেশকে!

এমন এক সময়ে ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি, যে সময় দেশটিতে তুমুল বৃষ্টি হয়। বিশ্বকাপের আগেই বিবিসি জানিয়েছিল, এবারের টুর্নামেন্টের আমেজ নষ্ট করে দেবে বৃষ্টি। শেষ পর্যন্ত তাই হয়েছে। এ পর্যন্ত তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে যার দুটিই ব্রিস্টলে। আজ বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচও ভাসিয়ে দিয়েছ বৃষ্টি। শুধু তাই নয়, টাইগারদের পরবর্তী ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ার পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

গত ৭ জুন থেকেই বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলো। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৭ জুন। ভেন্যু টনটন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জুন পর্যন্ত বিশ্বকাপের আরও অনেকগুলো ম্যাচ ধুয়ে দেবে বৃষ্টি! ১৭ তারিখের পর থেকে বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে যা থেমে যাবে আনুমানিক ২৩ তারিখের দিকে। বৃষ্টির কারণেই বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় কোনো দলের ভাগ্য খুলে গেছে; আবার বৃষ্টিতে পয়েন্ট খোয়ানোর যন্ত্রণায় দগ্ধ হতে হয়েছে অনেক দলকে।

যেমন বাংলাদেশের আজ যেখানে ২ পয়েন্ট পাওয়ার কথা ছিল, সেখানে পয়েন্ট ভাগাভাগি করায় সেমিতে যাওয়ার চাপ অনেক বেড়ে গেল। অন্যদিকে শ্রীলঙ্কা মাত্র ১টি জয় পেয়েও দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবাদে ৪ পয়েন্টের মালিক বনে গেছে! তবে বিশ্বকাপের শেষদিকে আবহাওয়ার সুখবর রয়েছে। জুনের ২৩ তারিখের পর থেকে আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে জানা গেছে। তারপরেও সেমিতে ওঠার লড়াইয়ে বৃষ্টিই অনেক দলের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।

আপনার মন্তব্য

আলোচিত