স্পোর্টস ডেস্ক

১২ জুন, ২০১৯ ১৫:৫৩

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান

টস জিতে উইকেট ও আবহাওয়ার কথা চিন্তা করে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।

ইংল্যান্ডের বিপক্ষে জিতে চনমনে পাকিস্তান। অন্যদিকে ভারতের কাছে হেরে বেশ হতাশ অস্ট্রেলিয়া। যখন এ অবস্থা, ঠিক তখনই বুধবার চলতি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ সময় বিকেলে একে অন্যের বিপক্ষে মাঠে নেমেছে দল দুটি।

চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জিতে উড়ছিল অস্ট্রেলিয়া। কিন্তু তৃতীয় ম্যাচে ভারতের কাছে হেরে কিছুটা হতাশায় পড়েছে দলটি। সেই যন্ত্রণা সঙ্গী আজ স্মিথ-ওয়ার্নাররা পাকিস্তানের বিপক্ষে জিততে চাইছে। অন্যদিকে তিন ম্যাচের একটিতে জিতে পিছিয়ে থাকা পাকিস্তানও আজ জিততে মরিয়া।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ পেছনে পাকিস্তান। কেননা গত মার্চে পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে ৫-০ তে হোয়াইটওয়াশ করে এসেছিল অজিরা। এ ছাড়া শেষ ১৫ ওয়ানডেতে পাকিস্তান মাত্র একটি ম্যাচই জিততে। কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ৫-০ ব্যবধানে হেরে সিরিজ খুইয়ে এসেছে তারুণ্যনির্ভর দলটি।

দুই দলের মধ্যে শক্তিমত্তা ও পরিসংখ্যানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে এখন পর্যন্ত ১০৩ ম্যাচে অস্ট্রেলিয়া ৬৭টিতে জয়ী হয়েছে। বিপরীতে পাকিস্তানের জয় মাত্র ৩২টিতে। এদিকে বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের চেয়ে বেশি জয় অস্ট্রেলিয়ার। ৯ ম্যাচে পাকিস্তানের জয় ৪টিতে আর অস্ট্রেলিয়ার ৫।

আপনার মন্তব্য

আলোচিত