স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০১৯ ২১:৩৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে ১১ হাজারে দ্রুততম কোহলি

একটা সময় শচীন টেন্ডুলকারকে বলা হতো রেকর্ডের বরপুত্র। কিন্তু সময়ের পথ ধরে এখন একের পর এক রেকর্ড গড়েই চলেছেন তারই আরেক উত্তরসূরি। বিরাট কোহলি হয়ে গেছেন রানমেশিন। ভারত অধিনায়ক এখন পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়। ওয়ানডে ক্রিকেটে এগারহাজার রান করে ফেলেছেন।

পাকিস্তানের বিপক্ষে রোববার মাঠে নামার আগে ওয়ানডে ক্রিকেটে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির রান ছিল ১০ হাজার ৯৪৩। এদিন, ৭৭ রান করার মধ্য দিয়ে ১১ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। একই সঙ্গে শচীন টেন্ডুলকারকে টপকে দ্রুততম ১১ হাজার রানের মালিক এখন টিম ইন্ডিয়ার অধিনায়কের।

১১ হাজার রান করতে শচীন টেন্ডুলকারের যেখানে লেগেছিল ২৭৬ ইনিংস, সেখানে বিরাট কোহলি নিয়েছেন ২২২ ইনিংস। শচীনের পরের তিনজন হলেন রিকি পন্টিং (২৮৬), সৌরভ গাঙ্গুলি (২৮৮) ও জ্যাক ক্যালিস (২৯৩)।

আপনার মন্তব্য

আলোচিত