স্পোর্টস ডেস্ক

২৫ জুন, ২০১৯ ২২:৩০

আফগান অধিনায়ককে রুবেলের 'মোক্ষম জবাব'

বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচের আগের দিনই উত্তাপ ছড়িয়ে ছিলেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। নিজেরা ডুবে যাওয়ার আগে অন্যকে নিয়েই ডোবার ইচ্ছা জানিয়েছিলেন তিনি। আফগান অধিনায়ককে জবাবটা ভালোভাবে দিয়েছেন পেসার রুবেল হোসেন।

আফগান অধিনায়ককে ট্যাগ করে টুইটারে পেসার রুবেল লিখেছেন, ‘দুঃখিত বন্ধু, আমরা তোমাদের সঙ্গে যাওয়ার জন্য অতটা আগ্রহী নই।’

এর আগে আফগান অধিনায়ক হিন্দিতে বলেছিলেন, ‘হাম তো ডুবে হ্যায় সানাম, তুঝে ভি লেকে ডুবেঙ্গে'  (আমরা তো ডুবেছি, তোমাকেও নিয়ে ডুবব)।

জবাবটা মাঠে ভালোভাবে দিয়েছে বাংলাদেশ। তাদের হারিয়েছে ৬২ রানে।

বাংলাদেশের দেওয়া ২৬৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৪৭ ওভারে ২০০ রানে গুটিয়ে গেল আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন মুশফিকুর রহিম।

এই ম্যাচের সাকিব অসাধারণ খেলেছেন। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে এক ম্যাচে অর্ধশতক করেন এবং পাঁচ উইকেট নেন তিনি। এর ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এই কীর্তি গড়েছিলেন।

এটি সাকিবের ক্যারিয়ারের সেরা ওয়ানডে বোলিং। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে ৪৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত