স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০১৯ ১৪:২৪

বার্মিংহামে বাংলাদেশ দল

ফাইল ছবি

সাউদাম্পটন থেকে আফগানিস্তানকে হারানোর উচ্ছ্বাস নিয়ে বার্মিংহামে পৌঁছালো বাংলাদেশ। বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে এই শহরের এজবাস্টন স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে তারা।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে বার্মিংহামে পা রাখেন ক্রিকেটাররা। ২ জুলাই এখানে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের (৮) চেয়ে এক পয়েন্ট পিছিয়ে বাংলাদেশ (৭)। সেরা চারে ওঠার লড়াইয়ে তাই আত্মবিশ্বাসী বাংলাদেশ।

বিরাট কোহলির দলকে মোকাবিলার আগে পুরো এক সপ্তাহ সময় পাচ্ছেন মাশরাফি মর্তুজারা। এই লম্বা সময় পেলেও ৭ দিনই অনুশীলনের প্রয়োজন মনে করছে না টিম ম্যানেজমেন্ট। তাই চার দিনের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। মাশরাফি-তামিমরা নিজেদের মতো করে সময় কাটাবেন এই কয়েকদিন।

টানা ম্যাচ খেলা ও ভ্রমণ ক্লান্তির কথা ভেবে কয়েকদিন বিশ্রাম করবেন খেলোয়াড়রা। আয়ারল্যান্ডে যাওয়ার সম্ভাবনা আছে মাশরাফির। এছাড়া আরও কয়েকজন যাবেন লন্ডনে। সেখানে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন তারা।

ছুটি শেষে বার্মিংহামে তিন দিন অনুশীলন করবেন খেলোয়াড়রা।

আপনার মন্তব্য

আলোচিত