সিলেটটুডে ডেস্ক

০২ জুলাই, ২০১৯ ০১:৫২

ভারতের সঙ্গে ভুল করা যাবে না: মাশরাফি

শুধু ব্যাটিং কিংবা বোলিং নয়, ভারতের বিপক্ষে জিততে হলে সব বিভাগেই নিজেদের উজাড় করে দিতে হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। এ ছাড়া ম্যাচে ভুল করারও সুযোগ নেই বলে মনে করেন টাইগার দলপতি।

মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতকে হারাতেই হবে টাইগারদের।

শক্তিশালী ভারতকে হারানো কঠিন। তবে বিরাট কোহলির দলের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসীই শোনাল মাশরাফিকে। সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জয়ের প্রসঙ্গে বললেন, ‘‘আমি অবশ্যই আত্মবিশ্বাসী। ভারত অনেক শক্তিশালী দল। তবে আমরাও আমাদের সেরাটা চেষ্টা করব। আত্মবিশ্বাসী ভাবে নিজেদের কাজটা করার চেষ্টা করব।’’

এরপরই মাশরাফি যোগ করে বললেন, ‘‘তবে সমস্ত ক্ষেত্রেই আমাদের ভুলের পরিমাণ কম করতে হবে।’’ অর্থাৎ নিজেদের ভুলের সুযোগ যেন প্রতিপক্ষ নিতে না পারে সেদিকে সতর্ক থাকতে চায় টাইগাররা। ভারতের বিপক্ষে ভুল করলে ম্যাচ জয়ের সুযোগ নেই বলে বিশ্বাস করেন মাশরাফীর।

এ ছাড়া সব বিভাগেই ভালো করার তাগিদ টাইগার অধিনায়কের। এক প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘‘আমরা যখন যার বিপক্ষেই জিতি না কেন, আমার মনে হয় না আমরা একটা বিভাগ দিয়ে জিতেছি। সব জায়গায় ভালো ক্রিকেট খেলেই জিতেছি। ক্যাচিং, গ্রাউন্ড ফিল্ডিং, বোলিং তো অবশ্যই, ব্যাটিংয়ের আমরা ভালো করে জিতেছি। এবং এই টুর্নামেন্টেও। আমার কাছে মনে হয় প্রত্যেকটা জায়গা থেকেই আমরা ভালো খেলে জিততে পারি।’’

উদাহরণ টেনে মাশরাফি বলেন, ‘‘যদি অস্ট্রেলিয়ার সঙ্গে দেখেন ব্যাটিং ভালো করেছি, বোলিং করিনি। ইংল্যান্ডের সঙ্গেও ব্যাটিং একটা পর্যায় পর্যন্ত ভালো করেছি, বোলিং ভালো করিনি। সব বিভাগেই যদি আমরা এক সাথে ক্লিক করতে পারি, আমরা যদি কম্বিনেশন ঠিক রাখতে পারি তাহলে অবশ্যই আমরা জিততে পারি।’’

‘‘তবে একটা বিভাগে ভালো করে, অন্য বিভাগে খারাপ করে এই ধরনের পর্যায়ে ভারতের মতো দলের সঙ্গে জেতা কঠিন হবে। আমি আশা করি আমরা যখন যেটা করি যেন ভালো করতে পারি।’’

আপনার মন্তব্য

আলোচিত