স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০১৯ ১৫:২১

দুই পরিবর্তন নিয়ে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে টস হেরে বোলিং করছে বাংলাদেশ। দলে আছে দুই পরিবর্তন।

মঙ্গলবার (২ জুলাই) স্থানীয় সময় সকালে বার্মিংহামের এজবাস্টনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি।

অলরাউন্ডার কেদার জাদভের পরিবর্তে ভুবনেশ্বর কুমার খেলছেন ভারতের একাদশে।

আর বাংলাদেশ দলে আছে দুটি পরিবর্তন। ইনজুরির কারণে খেলতে পারছেন না সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ। তার পরিবর্তে দলে ঢুকেছেন সাব্বির রহমান। আর স্পিন আলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বদলে একাদশে যুক্ত হয়েছে পেসার রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

ভারতীয় একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।

আপনার মন্তব্য

আলোচিত