স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০১৯ ১৯:৩৩

বাংলাদেশের জেতার সম্ভাবনা দেখছেন জহির খান

ভারতকে ৩২০ রানের মধ্যে আটকানো যাওয়ায় বাংলাদেশের জেতার সম্ভাবনা থাকছে বলে মনে করছেন ভারতের সাবেক গতিতারকা জহির খানের।

জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের নিয়মিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘শক্তিশালী ভারতের বিপক্ষে জেতার দারুণ সম্ভাবনা আছে বাংলাদেশের। এজন্য দুর্দান্ত বোলিং করে মেন ইন ব্লুদের ৩০০ থেকে ৩২০ রানের মধ্যে বেঁধে ফেলতে হবে। আমি মনে করি, বোলিংয়ে ভালো করবে বাংলাদেশ। ভারতকে ৩০০ রানের মধ্যে থামানোর চেষ্টা করবে তারা। যদি ৩০০-৩২০ রানের মধ্যে প্রতিপক্ষকে আটকাতে পারে, তা হলে তাদের জেতার সম্ভাবনা থাকবে।’

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। শক্তি, সামর্থ্য, রেকর্ড, পরিসংখ্যান-সবদিক দিয়েই এগিয়ে টিম ইন্ডিয়া। তবে এবারের বিশ্বকাপের পারফরম্যান্স আমলে নিয়ে অনেকে বলছেন, ভারতকে হারাতে পারে টাইগাররা।

জহির বলেন, ব্যবহৃত উইকেটে খেলা হচ্ছে। এতে বাংলাদেশের খুশি হওয়ার কথা। স্পিনাররা সুবিধা পাবে। টাইগাররা তো এটাই পছন্দ করে। এ উইকেটে তাদের পেসাররা কাটার, স্লোয়ার দিতে পছন্দ করবে। ওদের ফিজ (মোস্তাফিজ) রয়েছে, যে কাটার দিতে সিদ্ধহস্ত।

ম্যাচ-পূর্ববর্তী বিশ্লেষণে নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও বলেছেন ভারতকে পরাজিত করতে পারে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, আমি মনে করি, পাকিস্তান যা পারেনি, বাংলাদেশ সেটাই করতে পারে। ভারতকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ। বর্তমানে তারা খুবই ভালো দল। তাদের ভালো অধিনায়ক আছে। সাকিব-মুশফিকের মতো তারকা খেলোয়াড় আছে। ওদের হারাতে নিশ্চিতভাবে ঘাম ঝরবে ভারতের।

বার্মিংহামের এজবাস্টনে খেলছে বাংলাদেশ-ভারত। প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে দুই পয়েন্ট আদায় করতে হবে বাংলাদেশকে। ৭ ম্যাচে ৩ জয়, ৩ হার ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে আছে টাইগাররা।

আপনার মন্তব্য

আলোচিত