স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০১৯ ১১:৫৮

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন শোয়েব মালিক

বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক।

শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর এক বিবৃতিতে ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মালিক।

তিনি বলেন, আমি ওডিআই ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। কয়েক বছর আগেই আমি এই পরিকল্পনা করেছিলাম–বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচের পর অবসর নেওয়ার।

১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মালিকের। পরের ২০ বছরে ২৮৭টি ওয়ানডেতে ৭ হাজার ৫৩৪ রান করার পাশাপাশি বল হাতে নেন ১৫৮টি উইকেট। ৯ সেঞ্চুরির সঙ্গে আছে ৪৪টি ফিফটি।

চলতি বিশ্বকাপে পাকিস্তান দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন ৩৭ বছর বয়সী মালিক। টুর্নামেন্টটা অবশ্য ভালো কাটেনি তার। তিন ইনিংসে করেন মাত্র ৮ রান।

শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আউট হন প্রথম বলেই। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার পরিবর্তে দলে আসেন হারিস সোহেল।

আসরে বাকি ম্যাচগুলোতে আর একাদশে জায়গা পাননি তিনি।

আপনার মন্তব্য

আলোচিত