স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই, ২০১৯ ১৫:২৭

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নিউ জিল্যান্ড

বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

রোববার (১৪ জুলাই) লর্ডসে টস জিতে স্বাগতিক ইংল্যান্ডকে বোলিংয়ে পাঠান তিনি।

বৃষ্টির কারণে ১৫ মিনিট দেরিতে টস হওয়ায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায়।

ফাইনালে কোনো পরিবর্তন আসেনি ইংল্যান্ড দল। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে তারা। গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডের খেলা একাদশ নিয়েই মাঠে নেমেছে দলটি। পাঁচ পেসারের সঙ্গে স্পিনার হিসেবে থাকছেন আদিল রশিদ।

উইনিং কম্বিনেশন ভাঙ্গেনি নিউ জিল্যান্ডও। ভারতের বিপক্ষে দারুণ খেলা দলটির সব সদস্যই ফাইনালে মুখোমুখি ইংল্যান্ডের বিপক্ষে। ইংলিশদের মতো তাদের দলেও পাঁচ পেসারের সঙ্গে স্পিনার হিসেবে থাকছেন মিচেল স্যান্টনার।

সাম্প্রতিক সময়ে বেশ দারুণ ক্রিকেট খেলছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডের বিপক্ষে বড় জয়ও পেয়েছে দলটি। তবে পরিসংখ্যানে এগিয়ে কিউইরাই। মোট ৯০টি ম্যাচের মধ্যে ৪৩টি জিতেছে তারা। ইংল্যান্ড জিতেছে ৪১টি ম্যাচে। বাকী ৬টির ২টি টাই ও ৪টি পরিত্যক্ত। এমনকি বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে আছে নিউজিল্যান্ড। মোট ৯টি ম্যাচের ৫টিতে জিতেছে তারা। বাকী চারটি ম্যাচ জিতেছে ইংলিশরা।

এর আগে তিন তিনবার (১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২) ফাইনাল খেলেছে ইংল্যান্ড। তবে শিরোপা স্পর্শ করতে পারেনি। আর সাতবার সেমি-ফাইনালে উঠে ফাইনালে (২০১৫) একবারই খেলেছে নিউজিল্যান্ড। তাদেরও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার সেই দুই দলই ফাইনালে। ফলে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। ২৩ বছর পর। ১৯৯৬ সালে শ্রীলঙ্কা প্রথমবারের মতো শিরোপা জেতার পর অস্ট্রেলিয়া চারবার এবং ভারত একবার চ্যাম্পিয়ন হয়েছে।

নিউ জিল্যান্ড দল: হেনরি নিকোলস, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

ইংল্যান্ড দল: জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট ও মার্ক উড।

আপনার মন্তব্য

আলোচিত