স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০১৯ ০১:৫০

স্টোকসের চোখে আনন্দের অশ্রু

ফাইনাল সেরা স্টোকস

জস বাটলার গ্লাভস হাতে মার্টিন গাপটিলের স্টাম্প ভাঙতেই বিশ্বকাপ জয়ের আনন্দে মাটিতে শুয়ে পড়লেন বেন স্টোকস। উদযাপন শেষে ড্রেসিংরুমের পথ ধরলেন আনন্দ অশ্রু মুছতে মুছতে।

শেষ ওভারে ১৪ রান নিয়ে ম্যাচ সমতায় আনা স্টোকসই ফাইনালের নায়ক। শিরোপা নির্ধারণী সুপার ওভারেও করেছেন দুর্দান্ত ব্যাটিং। বিশ্ব ক্রিকেটকে স্মরণীয় ফাইনাল উপহার দেয়ার মধ্যমণি স্টোকস।

ভিন্ন দৃশ্যের চিত্রায়ন নিউজিল্যান্ড শিবিরে। গাপটিল সুপার ওভারে শেষ বলে ২ রান নিতে পারলেই হতেন নায়ক। কিন্তু ১ রান পূর্ণ করে ফিরতে বড্ড দেরি করে ফেললেন। প্রথমে টাই ম্যাচেও বাউন্ডারির কাছে থেকে লম্বা এক থ্রোতে শেষ ওভারে দিয়েছিলেন বাড়তি চার রান। সব পুষিয়ে দেয়ার সুযোগ হারিয়ে মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলেন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ‍সবুজ চত্বরে। স্টার স্পোর্টসের ক্যামেরার লেন্স তার মুখে।

চোখে অশ্রুজল নেই, তবে একদৃষ্টিতে নীরব হয়ে তাকিয়ে থাকাই বলে দেয় মনের ভাষা। অসাধারণ এক থ্রো’তে মহেন্দ্র সিং ধোনিকে রানআউট করে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে টেনে তোলা গাপটিল বিশ্বকাপ ট্রফিটা ফেলে দিলেন ১ বলে ২ রানের সমীকরণ মেলাতে না পারে। তাতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল ইংলিশদের।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে খুব দূরে নয় ট্রাফালগার স্কয়ার। লন্ডনের সাধারণ মানুষের মিলনস্থল এটি। রোববার জায়ান্ট স্ক্রিনে চোখ রাখতে সেখানে নামে মানুষের ঢল। বিশ্বকাপ জয় নিশ্চিত হতেই উৎসব ছড়িয়ে গেছে পুরো দেশেই। পূর্বসূরিদের তিনবার ফাইনাল হারের বেদনা পুষিয়ে দিয়েছে ইয়ন মরগানের দল। ক্রিকেটে জনক হয়ে থাকার গৌরব তাতে পেল পূর্ণতা, শিরোপা দিয়ে।

আপনার মন্তব্য

আলোচিত