স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০১৯ ০২:০৫

ব্যাটিং গড়ে শীর্ষে সাকিব

রোহিত শর্মা বিশ্বকাপে করেছেন পাঁচটি সেঞ্চুরি। ব্যাট হাতে নিয়মিতই ধারাবাহিক ছিলেন কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নাররা। তবে সবাইকে পেছনে ফেলে বিশ্বকাপের দ্বাদশ আসরে সর্বোচ্চ গড়ে রান তুলেছেন সাকিব আল হাসান। তাতে ব্যাটিং গড়েও নাম্বার ওয়ান ওয়ানডের বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার।

ইংল্যান্ড এন্ড ওয়েলসে স্বপ্নের মতো সময় কেটেছে সাকিবের। ৮ ইনিংসে ব্যাটিং করে ৫টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরিতে ৬০৬ রান করেছেন। পঞ্চাশের নিচে আউট হওয়া একমাত্র ইনিংসে সাকিব করেন ৪১ রান। টুর্নামেন্টে ৮৬.৫৭ গড়ে এই রান তুলেছেন টাইগারদের মহাতারকা বাঁহাতি।

বিশ্বকাপের দ্বাদশ আসরে কমপক্ষে ১০০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে গড়ে সবার উপরে অবস্থান সাকিবের। রোহিত, উইলিয়ামসন, রুট, ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, বাবর আজম ও বিরাট কোহলির মতো তারকা খেলোয়াড়রা সাকিবের চেয়ে পিছিয়ে রয়েছেন এক্ষেত্রে।

এবারের আসরে সর্বোচ্চ ৬৪৮ রান করা রোহিতের ব্যাটিং গড় ঠিক ৮১। ওয়ার্নার ৭১.৮৮ গড়ে করেছেন ৬৪৭ রান। সাকিবের কাছাকাছি থাকা উইলিয়ামসন ৮২.৫৭ গড়ে করেছেন ৫৭৮ রান।

বাকিদের মধ্যে রুট (৬১.৭৭ গড়ে ৫৫৬ রান), বেয়ারস্টো (৪৮.৩৬ গড়ে ৫৩২ রান), ফিঞ্চ (৫০.৭০ গড়ে ৫০৭ রান), বাবর (৬৭.৭১ গড়ে ৪৭৪ রান), জেসন রয় (৬৩.২৮ গড়ে ৪৪৩ রান), কোহলি (৫৫.৩৭ গড়ে ৪৪৩) করে সাকিবের চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত