স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০১৯ ১৩:১৫

ল্যাঙ্গাভেল্ট ঢাকায়, বিকেলে আসছেন ডোমিঙ্গো

বাংলাদেশের কোচিং স্টাফ ঢেলে সাজিয়েছে বিসিবি। এখন বাকি আনুষ্ঠানিকভাবে কোচিং স্টাফদের দায়িত্ব তুলে নেয়া। ইতোমধ্যেই ঢাকায় পা রেখেছেন পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে বাংলাদেশে আসেন কোর্টনি ওয়ালশের স্থলাভিষিক্ত হওয়া এই প্রোটিয়া।

অন্যদিকে, বিকেলে ঢাকা পৌছবেন দলের প্রধান কোচ রাসেল ক্রেইগ ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ছেড়েছেন অনেক আগেই। সবকিছু ঠিক থাকলে ৫টার দিকে ঢাকায় পা রাখবেন এই প্রোটিয়া কোচ।

স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ছাড়া বাংলাদেশের হেড কোচ, ব্যাটিং কোচ আর পেস বোলিং কোচ তিনজনই দক্ষিণ আফ্রিকান। আগামীকাল বুধবারেই দলের দায়িত্ব বুঝে নিতে পারেন হেড কোচ ডোমিঙ্গো আর পেস বোলিং কোচ ল্যাঙ্গাভেল্ট। তবে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে আরও কিছুদিন সময় লাগবে আগে থেকেই দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করা নেইল ম্যাকেঞ্জির।

এদিকে কন্ডিশনিং ক্যাম্পের আজ দ্বিতীয় দিন। কন্ডিশনিং ক্যাম্প শেষে আগামী সপ্তাহের শুরু থেকে নতুন কোচিং স্টাফের অধীনে শুরু হবে ক্রিকেট প্র্যাকটিস ও স্কিল ট্রেনিং।


আপনার মন্তব্য

আলোচিত