স্পোর্টস ডেস্ক

২১ আগস্ট, ২০১৯ ২১:৫৮

ভাষাগত চ্যালেঞ্জ সামলানোর কায়দা জানেন ল্যাঙ্গেভেল্ট

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দিয়েছেন নবনিযুক্ত পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। ক্যারিবীয় কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশের স্থলাভিষিক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।

বাংলাদেশ দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন ওয়ালশ। তবে সেখানে একটা অভিযোগ ছিল বাংলাদেশের ক্রিকেটাররা তার কথা ভালোভাবে বুঝতেন না। তাই নতুন কোচের একটা বড় চ্যালেঞ্জ হবে ভাষাগত দূরত্ব ঘোচানো। তবে ল্যাঙ্গেভেল্টের বিশ্বাস এই চ্যালেঞ্জ উতরে যাবেন তিনি।

বুধবার সকালে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে ওয়ালশও খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। পরে আসেন সংবাদ সম্মেলনে। সেখানে ল্যাঙ্গেভেল্ট বলেন, ‘ভাষাগত একটা চ্যালেঞ্জ থাকবে আমি সেটা জানি। এ চ্যালেঞ্জ আমি আফগানিস্তানেও মোকাবিলা করেছি। তবে আমি দেখেছি দল হিসেবে কাজ করার চেয়ে একজন করে কাজ করলে খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্য বোধ করে। এ সমস্যা কীভাবে সামলাতে হয়, আমি সেটা জানি।’

প্রয়োজনে কৌশল পাল্টাতে চান এই সাবেক প্রোটিয়া কোচ, ‘তাতে কাজ না হলে তৃতীয় কারো সাহায্য নেব। দ্রুত না বলে ধীরে ধীরে কথা বলব। খেলোযাড়দের কথা মনোযোগ দিয়ে শুনব, এভাবে সম্পর্ক গড়ে তুলব। পেস বোলারদের সঙ্গে সম্পর্ক তৈরি করা খুবই প্রয়োজন। প্রয়োজনে অনুবাদক রাখতে হবে। এ চ্যালেঞ্জ আমি উতরে যেতে চাই।’

আপনার মন্তব্য

আলোচিত