সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০১৯ ১৯:৫০

ধোনিকে অবসর নেয়ার পরামর্শ সৌরভের

মহেন্দ্র সিং ধোনি আজীবন ভারতীয় দলের হয়ে খেলবেন না। ২০১১ এর বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ছাড়াই এগিয়ে যেতে হবে ভারতকে। ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ইন্ডিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

আগে থেকেই অনেকে ধারনা করছিলেন এবার অবসরে যাবেন ধোনি। তবে এ ব্যাপারে বরাবরই নিরব থেকেছেন ধোনি। যদিও সতীর্থ ও ভারত দলের ক্যাপ্টেন বিরাট কোহলি এখনও দলে চান এই খেলোয়াড়কে। ভারতের কোচ রবি শাস্ত্রীও দলে চায় অভিজ্ঞ ধোনিকে।

গাঙ্গুলি বলেছেন, ‘ইন্ডিয়ান ক্রিকেটকে বুঝতে হবে ধোনি সারাজীবন খেলবে না, সে সবসময় থাকবে না। তবে আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তটা ধোনি নিজেই নেবে।’

তিনি বলেন, ‘প্রত্যেক বড় খেলোয়াড়ই তাদের জুতা তুলে রেখেছেন। এটাই ক্রীড়াঙ্গন। ফুটবলে দেখুন, ম্যারাডোনা অবসর নিয়েছেন। তার মতো বড় মাপের খেলোয়াড় আর কেউ নন। টেন্ডুলকার, লারা, ব্র্যাডম্যান প্রত্যেকেই অবসর নিয়েছেন। এটাই নিয়ম, আর এটাই করতে হয়। সেই হিসাবে ধোনির ক্ষেত্রেও দৃশ্যটা দেখা যাবে।’

তবে সব কিছু শেষে সিদ্ধান্ত এখন ধোনির উপরই নির্ভর করছে। ধোনি ভক্তরা হয়ত আর কিছুদিন জানতে পারবে কি করতে যাচ্ছেন ধোনি।


আপনার মন্তব্য

আলোচিত