স্পোর্টস ডেস্ক

২৯ আগস্ট, ২০১৯ ২৩:৫৮

চ্যাম্পিয়ন্স লিগে কার বিপক্ষে কে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মোনাকোয় ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়।

রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের গ্রুপসঙ্গী ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। গতবার লিভারপুলের বিপক্ষে সেমি-ফাইনালের ফিরতি লেগে বড় ব্যবধানে হেরে ছিটকে পড়া বার্সেলোনা এবার পড়েছে 'এফ' গ্রুপে। তাদের সঙ্গী জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড, ইতালির ইন্টার মিলান ও চেক রিপাবলিকের স্লাভিয়া প্রাহা। তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইন্টারের সঙ্গে গতবারও একই গ্রুপে পড়েছিল এরনেস্তো ভালভেরদের দল বার্সেলোনা।

গত আসরে দ্বিতীয় রাউন্ডে আয়াক্সের বিপক্ষে হেরে যাওয়া রিয়াল এবার আছে 'এ' গ্রুপে। ২০১৭-১৮ মৌসুমে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে দ্বিতীয় রাউন্ডের দুই লেগেই পিএসজিকে হারিয়েছিল জিনেদিন জিদানের দল। তাদের গ্রুপের অন্য দুই দল তুরস্কের গালাতাসারাই ও বেলজিয়ামের ক্লাব ব্রুজ।

জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে। 'বি' গ্রুপে তাদের সঙ্গে আছে গতবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পার, গ্রিসের অলিম্পিয়াকোস ও সার্বিয়ার রেড স্টার বেলগ্রেড।

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও পড়েছে সহজ গ্রুপে। গতবার কোয়ার্টার-ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে নাটকীয় লড়াইয়ে অ্যাওয়ে গোলে পিছিয়ে পড়া সিটি আছে 'সি' গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী ইউক্রেনের শাখতার দোনেৎস্ক, ক্রোয়েশিয়ার দিনামো জাগরেভ ও ইতালির দল আতালান্তা।

চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপ:

গ্রুপ ‘এ’: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, গালাতাসারাই

গ্রুপ ‘বি’: বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম হটস্পার, অলিম্পিয়াকোস, রেড স্টার বেলগ্রেড

গ্রুপ ‘সি’: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, দিনামো জাগরেভ, আতালান্তা

গ্রুপ ‘ডি’: জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, লোকোমোতিভ মস্কো

গ্রুপ ‘ই’: লিভারপুল, নাপোলি, সালসবুর্ক, হেঙ্ক

গ্রুপ ‘এফ’: বার্সেলোনা, বরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাহা

গ্রুপ ‘জি’: জেনিত সেন্ট পিটার্সবার্গ, বেনফিকা, অলিম্পিক লিওঁ, লাইপজিগ

গ্রুপ ‘এইচ’: চেলসি, আয়াক্স, ভালেন্সিয়া, লিল

আপনার মন্তব্য

আলোচিত