স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৫৪

নারী হকিতে বিদেশের মাটিতে প্রথম জয় বাংলাদেশের

নারী হকিতে প্রথম জয় পেল বাংলাদেশ দল। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে চলমান এএইচএফ অনূর্ধ্ব-২১ নারী হকি টুর্নামেন্টে বাংলাদেশ ২-০ গোলে শ্রীলংকাকে হারিয়েছে।

নারী হকির যাত্রা শুরু হওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় দেখল বাংলাদেশ দল। দলের পক্ষে একটি করে গোল করেন অধিনায়ক রিতু খানম ও তারিন আক্তার।

প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ০-৩ গোলে হারের ভুলগুলো শুধরে সেংক্যাং স্টেডিয়ামে এ ম্যাচে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে আধিপত্য ধরে রাখলেও গোলের জন্য অপেক্ষা দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন তারিন আক্তার খুশি।

তৃতীয় কোয়ার্টার আবার গোলশূন্য। দ্বিতীয় গোল আসে ৫৮ মিনিটে শেষ কোয়ার্টারে। পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফারদিয়া আক্তার রাত্রি।  রেফারির মেষ বাঁশিতে নিশ্চিত হয় প্রথম জয়।

সিঙ্গাপুর যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক রিতু খানম বলেছিলেন, ‘আমরা অনন্ত একটি ম্যাচ জিতে ফিরতে চাই।’ অধিনায়কের প্রত্যাশার সেই জয়টা ধরা দিলো দ্বিতীয় ম্যাচেই।

বাংলাদেশ বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ খেলবে হংকংয়ের বিরুদ্ধে।

আপনার মন্তব্য

আলোচিত